বৃক্ষের শাখায় শাখায় ঘর্ষণ
অদম্য আগুন
দাবানলে পোড়ে সবুজ অরণ্য
ঝরে যায় বুনো প্রাণ

স্রষ্টার সৃষ্টি সুন্দর পৃথিবী বড় মায়া
এখানেও পড়ে আছে নরকের ছায়া

ওহে প্রভু মানুষ জানে না যাহা
তুমি জানো তাহা

বুঝতে পারি না আমি পুরুষ অধম
তোমার সৃষ্টির অভিলাষ কতোটা মহামহিম...