রুদ্র খরায় তপ্ত এই বৈশাখে
একটু শান্তি বারি ঢেলে দাও হে প্রভু!
ভরে উঠুক হৃদয় মোদের হরষে
নব উদ্যমে নব বরষে!
প্রাণে প্রাণে বাজুক সাম্যের গান,
সম্প্রীতির বাঁধনে বাঁধুক প্রাণ!
কে রুদ্ধিতে চায় বাঙালীর চেতনার
চির ঐতিহ্যের এই মহা উৎসব;
এমন পাষণ্ড কে আছ ধরায় বল,
খড়গ হস্তে মুণ্ডিব মস্তক ফেলে পদতল!