( সুপ্রিয় কবি রিঙ্কু রায় (আবৃত্তিকার) কে উৎসর্গ কৃত)
              
তোমার সকল ব্যথা হৃদয়ে অনুভব করে নিয়ে
চোখের জল চোখেই শুকালাম আজ!
নিয়তির ঘাড়ে চেপে দিয়ে সব কাজ
সময়ের কাছে দাবী থাকে
সকল সহজ কাজ যাহা আমাদের নয়
উহা বহিবার ভার!
অমানিশার আঁধার কেটে যায় কী তাতে
উহা জানে কেবল পাথর সময়
আমরা জানি না তাহা
আমাদের চোখে আসে জল নোনাজল
সময়ে খসে পড়ে প্রেয়সীর হাতের রুমাল
তবুও আমরা স্থির থাকি নোনা জল নিয়ে
তাকায়ে রাতের আকাশের পানে
কুয়াশার জাল ছিঁড়ে
যদি নবীন আলোর দেখা পাওয়া যায়
কূহেলী কূহেলী শুধু কূহেলীকাময়
এই অসাড় ধরায়
সব জড়তাকে করে ক্ষয়!