ঠিক একাকীত্বের যন্ত্রণা নয়
তবে.........

তোমাকে কিছু বলার মত নয়,
বোধের অধিগম্য কিছু একটা;
তীব্র দাবদাহে হাঁসফাস
এরকম কিছু.........!

তুমি কতোটা ভাবো
আকাশ মাটি জল
জলে প্রাণ
গর্ভে ভ্রূণ
খোপার এলো চুল
খ্যাপা বাতাস......!

নিশ্বাস নিতে একটু কষ্ট
এই যা.........