পাখির ঠোঁটে সোনালী খড়,
বাঁধবি যদি বাসা বাঁধিস
মাদার গাছের মগডালে
অথবা খুঁজে নিয়ে কাঁটার ঝোপ!

বেজাতের হাত থেকে
বেঁচে যাবে তোর প্রাণ;
আগামী প্রজন্মের জন্যেও
নিরাপদ হবে যাপিত জীবন।

পিস্টনের গতিতে পাখনা মেলে
উড়ে যাবে দূর নীলিমায়...