যাকে একটু দেখলে পরে
আকাশ ছুঁতে ইচ্ছে করে,
সাগরের নীল জলে
রুপালী চাঁদের ছলে
হুটোপাটি খেলতে ইচ্ছে করে
সে আমার নীলাঞ্জনা!
সাগরের কাছ থেকে
মিষ্টি একটু হাওয়া এনে
পাহাড়ের বুক থেকে
ঝরনার সুর এনে
ছড়িয়ে দেব তোমার বুকে
ও আমার নীলাঞ্জনা!
ফাগুনের রোদ থেকে
পলাশের রঙ এনে
রাঙিয়ে দেব তোমার
কপোল মধুর চুম্বনে!
ময়ূরের পালক থেকে
একটুখানি নীল এনে
টিপ পরাবো তোমার
ললাটের মধ্যখানে!
ও আমার নীলাঞ্জনা!
ও আমার নীলাঞ্জনা!!