কাঞ্চনজঙ্ঘার বুকে রোদের দারুন খেলা...
আমি দেখি তার পাদদেশে নুড়িস্তুপ
তোমার আমার চোখ দু’টো এক নয়;
নিকোটিনের কালোদাগ ঠোঁটে আমার
তোমার ভুরুভাঁজ মুছে ফেলতে পার
দীর্ঘশ্বাসে...