লম্বা একটা ঘুম শেষে
লাউয়ের ডগায় মুক্তা দেখে
গহীন সাগরে ডুব দেব,
ঝিনুকের বুক চিরে
অনেক অনেক মুক্তা এনে
তোমায় দেব শুধু তোমায় দেব!
তুমি কেবলই মাতা-জায়া-কন্যা নও
তুমি নারী শুধুই নারী মহান!
মায়ের পায়ের নীচে সন্তানের বেহেশত রেখে
স্রষ্টাই করেছেন দান নারী মহান!!