বোশেখের রিমঝিম বাদল ধারায়
বোকা মন হাত রাখে তবলায়!
বোল তুলে ঠিক, তবে তাল কাটা;
মজলিসে লাজে যায় মাথাকাটা!
তারা সব হাত রাখে যে বেলায়
বোল তুলে কী দারুন ছন্দময়!
ধিকধিক কী অদ্ভুত তবলা আমার হায়!
নাকেখত রাখিব না হাত আর তবলায়!
(ছন্দময় কাব্যের অনুশীলন)