বসন্তবাউরী এসেছিল নিহারিকা সম কয়েক প্রহর
বাসন্তী আলোয়ে উদ্ভাসিত করে
গিয়েছে চলে পুচ্ছ নাড়ায়ে
নাগামরিচের ঝাল ছড়ায়ে
নাক-মুখ-চোখ জ্বালা করে
স্তব্ধ হৃদয়
হাত থেকে খসে গেছে কলমটা
প্রজ্ঞাময়ী বিদ্যাবতী এতোটাই তোমার অহম
না কি হীনমন্যতা
একবার দেখ ভেবে!
আমিতো পিঁড়ি পেতে দিয়েছিলাম
তোমার আসন
উদরতাহীনতায় বসতে পারোনি মখমল আসনে
দুঃখ হয় তোমার জন্য তোমাদের মতন
অবোধ যাহারা
বিচরণ করে ধরিত্রীর কোলে আহা!