হৃদয়ের কথা বুঝে নিতে হয়
অনুভবে অনুভবে;
তুমি কতোটুকু পারো?
জানি না তাহা জানি না!
আহা ভাব আর ভাষা!
কালি আর কলমের প্রয়োজন
অনুভূত হয়...
যেই পাখিটি কথা বলে যায় ফুলের সাথে
অপলক তাকায়ে থাকো তাহার দিকে
কিছু কি বুঝতে পারো?
খুব দুর্বোধ্য ব্যাপার!
যেই মেয়ে ইশারায় ডেকে যায়
তাকে কতোটুকু জানো?
কিছুই জানি না চিনি না তাহারে!
নশ্বর এই ধরায় তুমি মৃত্যুঞ্জয় নও!
হৃদয়ের কথা ইশারা ইঙ্গিতে বলতে চাও যাহা
কেবল একজন বুঝে নিতে পারেন তাহা।
চিনো, বুঝ কি তাঁহারে
কিম্বা বোঝার চেষ্টা করেছো কি তাঁকে?
মূঢ় হয়ে থেকে গেলে পৃথিবীর'পরে আহা!