ক্রমে ক্রমে ঝুঁকে পড়ি মাটির দিকে; কী টান!
এ জীবনে শোধিতে পারিনি মৃত্তিকার ঋণ!

ছানি পরা এই চোখে পড়ে নাই ধরা
অন্ধ উই কেটকুটে করে গেছে সারা
আতর গাছের সব বাকল শিকড়
অবকাশ হয়নি সুগন্ধি ছড়াবার!

হাঁ করে আছে সারেতিন হাত জমিন
যেখানে হবে আমার চির নির্বাসন
তিলে তিলে বুঝে নিবে মাটি তার ঋণ
পরের অধ্যায়...মহা কঠিন মিজান...


(মিজান = তুলাদণ্ড)