গভীর মমতায় বৃক্ষ তার শিকড় ছড়িয়ে
মাটির গভীরে রয়েছে দাঁড়ায়ে
লতারাও তাকে রেখেছে জড়িয়ে
ওর শরীরে কুঠারের কোপ মের না!
একদিন রোদ জল বায়ু মুখ ফিরায়ে নিবে
থাকবে না আর মাটির ভালোবাসা
পাতা ঝরে যাবে শাখা কাণ্ড শুকিয়ে যাবে
সেদিন ওর বুকে কুঠারের পর কুঠার চালিয়ে
ছিঁড়ে ফেঁড়ে চুলায় ঢুকিয়ে আগুন জ্বালিয়ে
চাল-ডাল ফুটিয়ে চৌদ্দগোষ্ঠীর শ্রাদ্ধ করে নিয়ো!
বৃক্ষের কোনোও কষ্ট থাকবে না
থাকবে না মাটির যন্ত্রণা...