চান্দের আলো রোশনাই বড়-ই সোন্দর;
রোশনাইতে ভইরা গ্যাছে মোর ঘর!
ক্যামন একখান কাম কইরাদিল দৈব ঝড়;
চালের সবগাছি ছন গ্যাল উইড়া
দৈব ঝড়ের দ্যামাকে পইড়া!
আহা রে ও দৈব ঝড়!
চান্দের আলো রোশনাইতে
তোর শইরডার দিকে চাইলে-রে বউ
ক্যামন একখান ঝিম মারে শইরে মোর,
পরাণে তুফান ওঠে!
প্যাটে ভাত নাই-তো কি অইছে;
তোর শইরডায় ও কি কাঁপন ওঠে বউ?
চাল-চুলা না থাকলে কী অয়রে,
শইরে চিকনাই নাই-তো কী অইছে,
মনডা এহনো-তো মরে নাই;
মাইনষে না-কি মনের জোরে বাঁইচ্চা রয়!
( আঞ্চলিক ভাষা ও অপ্রচলিত ভাষায় লিখিত)