প্রথম রাতে তোমার ঠোঁটে ঠোঁট রেখে
হরিণীচোখের গভীরে খুঁজছিলাম প্রকৃতপক্ষে
কৈশরের কোনো এক কিশোরীর মুখ
অপার বিস্ময় নয়তো কী!
তোমার কপোলে, সরু নাকের ডগায়
ফুটে ওঠা স্বেদ বিন্দু লেহন করে
পেতে চেয়ে ছিলাম অন্যরকম স্বাদ;
প্রমত্তানদীর বেহিসাবী ঢেউ
ভাসিয়ে নিয়েছে এপাড় ওপাড়!
কোনো কমললতার ইঙ্গিতে সাড়া দেয় না মন আর!
বোলতার হুল ফোটা বিবশ চেতনা প্রভাবিত
সূরা “আর রহমানে”
বর্ণিত প্রবাল-মুক্তা সম
অনাঘ্রাতা যুবতীর অবয়বে!
জান্নাতের দরজায় খিল আঁটা
প্রভুর দয়া করুণা ভিক্ষামাগি মোনাজাতে!