বলো, মহান বিজয় দিবসের কবিতা কী ভাবে লিখি!
একদিন যাদের কলম স্বাধীনতার জন্য কথা বলেছে
হাতের অস্ত্র বিজয়ের জন্য গর্জে ওঠেছে মুহুর্মুহু
মৃত্যুকে তুচ্ছ জ্ঞান করে; তারা আজ নতজানু হয়ে
পরাজিত শক্তির পদলেহন করছে মহা উল্লাসে!
স্বাধীন বাঙলার সন্তান হয়ে লজ্জায়, ঘৃণায় মরে যেতে
ইচ্ছে করছে!
আমার কন্ঠে বাজবে কী আর বিজয়ের গান
কলম কী পারবে লিখতে গর্বিত বিজয়ের কাব্য
বুকে খুব কষ্ট, ক্ষমা কর হে মহান বিজয় দিবস!!!
লক্ষ লক্ষ শহীদের আত্মার শান্তির জন্য তুমি এসো
বার বার যত দিন এই বাঙলার মাটি স্বাধীন থাকবে...