মধ্যরাতে খরম পায়ে যোগিনী উঠে যায়
শহীদমিনারের বেদীতে
পুষ্পাঞ্জলি দিতে;
ডানা ভাঙ্গা পাখিরা কেঁদে ওঠে
শিরীষের মগডালে!
জানো-নাকি তুমি
ছানা হারা পাখিরা বেঁধেছে বাসা
শিরীষের মগডালে
সে-ই ১৯৫২ সালে
২১শে ফেব্রুয়ারির রাতের গহীনে।
ভুলে গেছো তুমি আহা!
সে-ই সব ইতিহাস!
এই বাংলার মাটিতে দেখতে হবে
এর চেয়ে আরও কোনোও পরিহাস!