ষোল বছরের অবুঝ কিশোর আমি
প্রেমকথা বুঝে নাকো এখনো হৃদয়!
এসেছি পাখপাখালির মিলন মেলায়
প্রেম কী সে বুঝিয়ে দাও আমায়!
তোমাদের মধুর কাকলিতে
ভরে যাক আজকে এই শূন্য হৃদয়!
শীতের সাঁঝে স্বপ্ন সুখের পরশ নিয়ে
ফিরে যাব কোনো এক নিরালানিলয়ে!
( ১২/১/২০১৮ তারিখে আসরের কবিদের মিলন মেলায় উপস্থিত থাকার প্রবল বাসনা ছিল। কিন্তু দুর্ভাগ্য বশতঃ উপস্থিত হতে পারিনি বলে আয়োজক ও উপস্থিত সকল কবিবৃন্দের কাছে ক্ষমা প্রার্থী!
মিলন মেলায় কবিতা আবৃত্তির জন্য একটুকরো কবিতা লিখে পকেটে পুরে রেখে ছিলাম যা আসরে প্রকাশ করা হল আয়োজক ও উপস্থিত সকল কবিগণকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা নিবেদন করে!)