খোড়লে ঢুকে গেছে চোখ তবুও আবছা আবছা দেখি
উঁচু করা তর্জণীটা ভাসে জনসমুদ্দুরে ;
চেরাপূঞ্জী ছেড়ে চলে এসো মেঘবতী,
গোপালগঞ্জের মাটি ভিজিয়ে দাও বিষাদিত ধারায়!
তোমাকেই পারতে হবে বাঙলার আকাশ থেকে মুছে দিতে
বিষাদের ছায়া!
এ মাটির বুক থেকে
লাল রক্তের দাগ ভেসে যাক পদ্মা-মেঘনা-যমুনার স্রোতে!
হতভাগা বাঙালীর মুঠো ভরে থাক
মেঘবতীর বৃষ্টি ভেজা আদ্র মাটি…