তমাল তরু মাথায় জোনাকির বাতি
বনবিথী আজি কী উৎসবে মাতিছে
মহুয়ার নীচে রয়েছি বিছানা পাতি!
আকাশবুকে লাজে চাঁদ মুখ ঢেকেছে
ঊষার আলো হাসিছে পাখির কুজনে
ঢুলুঢুলু চোখে নেশা নেশা লেগে আছে।
যেতে হবে বহু দূরে, পা বাঁকা চলনে
মৌমাছি এসে গুনগুনিয়ে বলে- উঠে
এগিয়ে চলো, থামিলে চলিবে কেমনে।
গাছের আড়ালে হাসিছে কে বাঁকা ঠোঁটে,
বিমল বাতাস বুকে ভরে চোখ খুলে
দীঘল পথ পাড়ি দিলাম হেঁটে হেঁটে।
ধীরিধীরি বহে বায়ু সুরে সুরে বলে
ঝরনার ধারা ঝিরিঝিরি বয়ে চলে।