বাহ! চোখ কান বন্ধ করে
রূপকথা গল্পে ডুবে আছো;
অচিরেই দেখতে পাবে আকাশ
ছেয়ে গেছে কালো ধোঁয়ায় ধোঁয়ায়!
আলোর দেখা পাওয়া যাবে কিনা
সূর্য বলতে পারে না।
অবাক হওয়ার মতন কিছু নয়
আমরা মানুষ শ্রেষ্ঠতম...
মিলি, মিলি, ন্যানোমিলি মেপে
মেপেই দাগ কাটা হয়েছে মানচিত্রে
সবুজ গ্রহের কে কোথায় আছে জেগে
মগজে মননে...