ডাকিলাম তারে, এসো পাশাপাশি হাঁটি
হাতে হাত রেখে বুকের উষ্ণতায় ত্রিকোণ
প্রিজমের প্রভায় উদ্ভাসিত করি মানবতা
কোরাসের সুর তুলি কণ্ঠে মানব প্রেমের...
ঠোঁটে তার বাঁকা হাসি ঠিক রহস্যময় নয়
আঙ্গুল তুলে দেখালো ঐ দেখোতো চেয়ে
অবাক নয়নে দেখি মানবতার শব মিছিল
গাঢ় মৌনতায় যেতেছে হেঁটে অনন্ত অন্ধকারে...
একটা শীতল স্রোত বয়ে গেল আমাদের রক্তে
হাতের বন্ধন শিথিল হয়ে পড়েছে ঝুলে
যুগপৎ তাকাই আকাশের দিকে, চোখে জল ঝরে
মুখে বিড়বিড় করি, আমাদের ভালোবাসা সে কি ছিল
মিথ্যে মেকি কিংবা প্রাণ হীন? সবুজ গ্রহটা আর মানুষকে
কেন পারি নাই দিতে ভরে ভালোবাসা আর ভালোবাসায়...
আজ শ্মশানে দাঁড়ায়ে দেখি মানবতার শব মিছিল যেতেছে
সভ্যতার নগর ছেড়ে অনন্ত অন্ধকারে...হায় মানবতা!!!