(৭৫এর ১৫ই আগস্ট স্মরণে)
একটা অদ্ভুত সুর ভাসছে বাতাসে
কোনো বিরহিণীর কান্নার সুর নয়
বাঁশিওয়ালার বাঁশির করুণ সুর নয়
আহত তিমির যন্ত্রণার সুর নয়
ডলফিনের প্রণয় উচ্ছ্বাসের সুর নয়;
রাতের আঁধারে ছুটছি সুরের উৎসের সন্ধানে
মুখ থুবড়ে পড়ে যাই বাঙলার জমিনে।
দু'হাতে খামচে ধরি মাটি
খুঁজে পাই সুরের উৎস-
এ যে এই বাঙলার মা-মাটির কান্না,
চিরায়ত মানবতার কান্নার বিষাদিত সুর!