ক খ গ লিখতে শিখে
ঠাঠা পড়া তাল গাছের মতন
শিশির আর শীতের মাঝে
দাঁড়িয়ে কাঁপছি
শ্রাবণ ধারায় মাথায় কিছুটা
পচন ধরেছে
বড়ি খেতে খেতে উদরেও তাই
খিল মেরেও স্বস্তি পাচ্ছি না
কিছু বুলি আর গুলি
বুকটা ঝাঁজরা করে দিলে ভালো হতো!
কলা নিয়ে কিছু বলতে ইচ্ছে হচ্ছিল
এই যেমন ধরুন চারুকলা কারুকলা
শিল্পকলা কাব্যকলা
তাহাও আটকে গেছে
বিষাক্ত হলুদ পাকাকলা ছিলাকলা
এইসব দেখে দেখে!
ইলিশের ঝোলে কাঁচকলার স্বাদই বেশ!
নির্বাচনী ভোটকলা বেশ রমরমা!
ছিলাকলা খান তবে
দয়াকরে ছিলকা ফেলবেন না চলার পথে
ছেলে-বুড়ো, নর-নারী সবার জন্যই
মাজা ভাঙ্গার ভয়ঙ্কর আতঙ্ক!