আহা! ভুল বুঝো কেন তুমি,
জানো না কী...!
মেরুদণ্ড কুজ্বো হয়ে গেছে,
ক্ষয়ে গেছে ঘাড়ের হাড্ডি
বেশ সনাতনী...!
পেঁচার মতন ক্ষীণ দৃষ্টি দিয়ে
দেখতে পাই না মায়াবী চোখে!
কেঁদো না হে, লক্ষ্মীসোনা!
আবার হয়তো হ'তে পারে
যাযাবর জীবনের শুরু,
হয়তোবা তুমিই তখন হবে
মরুপথে একমাত্র সওয়ারী!
যদিও রক্তকে আলগা করে দেয়াটা
খুবই কঠিন
তবুও সময়ের দাবী মেটাতে হয়
সময়ের কাছে...!