(পশতু ভাষায় রচিত লান্দে কবিতা বিষয় আলোচনা পাতায় সুপ্রিয় কবি রহমান মুজিবের আলোচনায় উৎসাহিত হয়ে এই ক্ষুদ্র প্রয়াস তাঁকেই নিবেদন করা হলো)
১।
ছাগল ভেড়া ঘাস খায়
রাখাল বন্দুক হাতে পাহারায়।
২।
হিজাবে দেখিনা রেহাই
ধর্ষিতার কান্না শুনতে পাই!
৩।
মোহনীয় গোলাপ হও
উষ্ণ অধরের অভাব হবে না!