মনোময় ফুল আবাদের স্বপ্ন নিয়ে
অমিত উদ্যমে উর্বর মাটি ফেলি
পতিত জমিনে।
মাটির উর্বরতায় মুগ্ধপ্রাণ এক পুরুষ
কহিলেন-‘এমন মাটিতে শীতের সবজির
করো চাষ তারপর ক’রো ফুলের আবাদ’!
তাই করলাম
ছড়ালাম বিবিধ সবজির বীজ।
সবজির সজীবতায় মুগ্ধ হৃদয়
ভুলে গেল ফুলের আবাদ!
সময়ের হাত ধরে মৌসুম গিয়েছে চলে
চারিদিকে ঝরাপাতার কান্না শুনতে পাই;
কান দুটো চেপে ধরে গাধার মতন লাল মুলা চিবাই
আর জীবনের আলে বসে কপাল চাপড়াই!