জানালাটা খোলা পেয়ে
উত্তরে হাওয়া ঢুকে পরে
দুর্দান্ত বেগে চার দেয়ালের ঘরে।
আমার কাঁপা হাতের রঙ
ছিটকে পড়ে সাদা ক্যানভাসে......
পূর্ণিমার চাঁদ লজ্জায় মুখ ঢেকে চলে যায়!
গাবের ডালের ফাঁকে চোখ মেলে
হুতুম পেঁচা ডেকে ওঠে অদ্ভুত স্বরে......
আমি এখনো বিশ্বাস করতে পারি না
আমার কানকে......