এইখানে আরো কিছুদিন ঘুমাও শান্তিতে
সোনার বাংলার মেধাবী সন্তানেরা!
হয়তো দেখবে একদিন
বধ্যভূমিতে উঠছে গড়ে
বিলাসবহুল বাইজীপাড়া, সুরিখানা
আধুনিক তৈলমর্দন আখড়া
সেদিন কোনোও কষ্ট পেওনা!
চারিদিকে যেসব বুলি শুনি
তাতে অবাক হই না তবে শংকিত...
মানুষের থাকে বুদ্ধিবৃত্তি আর লাগামহীন স্বাধীনতা!!!