কী আর এমন হ’তো অহমী রূপসী,
লাল রঙের সাথে মিশিয়ে
আলপিন গেঁথে দিলে
বুকের বাম অলিন্দে...
একটু নাহয় ক্ষত হ’তো
আমার বুকের মধ্যিখানে!
তোমার অবজ্ঞা আর বিমুখতা
ঘায়ের চেয়েও বেশি যন্ত্রণা দিচ্ছে...
নির্মল উদারতার কৌমার্য
ছিন্ন করে দিলে কসাইয়ের মত!
আমার তেমন কোনো কষ্ট নেই, তবে
তোমার হীনমন্যতা একটু একটু পোড়ায়...