এক কোশ কদুর তেল মাথায় ঘষে
বাজারে যাই, ফিরে মাখি তিন কোশ
বোশেখের ঠাঠার তেজ এখন বাজার জুড়ে
আকাশে পবিত্র রমজানের চাঁদ দেখে
পসারীদের লাগামহীন অশ্ব ছুটছে
ঊর্ধ্বশ্বাসে আগুনের ফুলকি ছড়ায়ে!
মধুমাসের রসালো ফলে বাজার সয়লাব
ফিরেও তাকাই না চোখ ওঠার ভয়ে
মুখে পুরি না জিহ্বা গলায় ঘা হতে পারে!
কচি তালশাঁস বেশ নিরাপদ...