মধ্যরাতের আকাশ চিড়ে একটা খানদানী কবিতা
আনতে চেয়েছিলাম ভরাট চাঁদের বুক থেকে;
লজ্জাবতী লতার মত চাঁদ ঘোমটা পরে
বসে থাকল কালো মেঘের আড়ালে
থাক বসে তাতে কি বা আসে যায়
ভোরের রাঙা আলো ফুটেছে
সাদা শিউলি ঝরেছে
কবিতাটা
হলো
না