দুইছত্র কবিতা লিখে-ভালোবাসার কবিতা
তোমার আঁচলের খুটে গিট্টু দিয়ে ছিলাম
তাবিজ বানিয়ে
তুমি দিব্যি সাতপাক ঘুড়ে
পুরোহিতের সাথে মন্ত্র পাঠে
ফুল বানিয়ে তুলে দিলে বরের হাতে
আমি দূরে বসে ফ্যালফ্যাল করে দেখি
সানাইয়ের সুর গরম সিসার মত আমার কানের মধ্যে
সুড়সুড় করে ঢুকে পরছে
কবিতার জন্য একটু কষ্ট অনুভূত হচ্ছে...