ছোট্ট নীড়ে তেমন কোনো ওম ছিল না
ছানা দুটি ফেলে রেখে
মা পাখিটা ডানা মেলে উড়ে যায় ওমের সন্ধানে।
পুরুষ পাখিটা ডানায় শক্তি সঞ্চয় করে
ছানা দুটি নিয়ে এডাল ওডাল ওড়ে।
সময় ফুরায়!
ডানার শক্তি হারায় নতুন নীড়ের সন্ধানে।
কালের প্রবাহ বলে-
হয়তোবা আর খুঁজে পাবে না নতুন কোনো নীড়
শক্তিহীন ডানা থেকে খসে যাবে ছানা দুটি...
কবিতা, তোমার বুকে এই গল্পের
ছায়াটুকু পড়ে থাক
আলোকিত পৃথিবীতে
ঘোর অন্ধকার অমানিশার মতন...
(বিশেষ কারণে মন্তব্যের ঘর বন্ধ রাখতে হচ্ছে বলে দুঃখ প্রকাশ করছি!)