(গতকাল কবি রহমান মুজিবের প্রকাশিত কাব্য “কৌশলে”
মন্তব্যে বলেছিলাম কবিরা পারেন ঠেকাতে মরণ তার ব্যাখ্যান
দয়া করে কেউ ভিন্ন দৃষ্টিতে দেখবেন না )
আজরাঈল (আঃ) আসিয়া ছালাম দিয়ে করিলেন নিবেদন
হে কবি, বুজুর্গান আপনার রূহকব্জের হয়েছে ক্ষণ
মরণের আগে আপনার শেষ খায়েশ বলুন।
কহিলেন কবি আমার একটা আবদার করিতে হবে পূরণ।
আজরাঈল (আঃ) বলিলেন আচ্ছা পেশ করুন
এবার কবি সাহস করিয়া বলিলেন
মৃত্যুর পূর্বে একবার দেখিতে চায় মন
কবি জীবন আনন্দ দাশের বনলতা সেন।
মালাকুল মউয়াত আল্লাহর কাছে বান্দার আরজি পেশ করিলেন;
দয়ালু আল্লাহ কবুল করিলেন।
হাজার বছর করে পার আজরাঈল(আঃ) ফিরিলেন
জনাব, কোথাও খুঁজে পেলাম না বিবি বনলতা সেন।
বুজুর্গানে কবি কহিলেন-
হে মালাকুল মউয়াত আপনি ফিরে যান
অনেক আগেই হয়েগেছে শেষ মরণের ক্ষণ
মহান আল্লাহ করেন না তকদিরের পরিবর্তন।