অন্ন নাহি ঘরে খুঁজে শব্দের ভাড়ার
চালচুলো নেই তাতে কী বা আসে যায়
কাগজ কলম পেলে চাহিদা ফুরায়;
ছন্দে ছন্দে নাচে ধরে হাত বরষার
বুক ভরে যায় রসে রসে কবিতার
কতো কথা লিখে যায় কবিতার গায়
খালি উদরে জ্বলে কী আগুন তাহার
মহা শুন্য পড়ে থাকে জীবন পাতায়!
ঘড়া ভরা জল ঢেলে পিপাসিত গলে
চাতক সম তাকায় আকাশের পানে
সারস সারসী যায় উড়ে দলে দলে
খুঁজে নিয়ে বাঁধে নীড় তরু মগ ডালে;
কত রঙ মাখা থাকে মেঘবালা প্রাণে
বিস্মিত বিমূঢ় কবি দেখে চোখ মেলে!