মাথা রেখে উপাধানে দুলি নাগরদোলায়
শোয়াথেকে উঠে বসে দোল খাই হাওয়ায়
ঘুর্ণায়মান পৃথিবীতে এমনটাই নাকি হয়;
কায়াহীন ছায়া এসে কাগজ কলম
সামনে এগিয়ে দিয়ে বলে কিছু লিখো!
কুয়াশা জড়ানো চোখে কি লিখবো?
'হলুদ সরষে খেতে দাঁড়িয়ে নীল আকাশের কাছে
লিখবে আমার কথা'!
হো হো করে হেসে উঠে দেখি-
বর্ণ-শব্দ সব পিলপিল করে হেঁটে যাচ্ছে মিছিলে...