ডোবার পানিতে অনেক অনেক ভুড়ভুড়ি
সূর্যের আলোয়ে রঙ ধরেছে বেশতো
মন ভরে কী আর তাতে...
পচা কাহিনী কে শুনতে চায় বলো
বরং তরতাজা রসালো গল্প বলো
পিদিম জ্বেলে বউটি যাবে
সাঁঝের আলো দিতে
চাঁদের হাসি দেখতে পাবে
আকাশ ভরা তারা হাসবে
আঁধার রাতে জোনাক জ্বলবে
গুমোটমারা আকাশ থেকে
মেঘেরা সব পালিয়ে যাবে
মাঠ ঘাট ফকফকা
খিঁচে দৌড়...
(আঞ্চলিক ভাষা ফকফকা= আলোকিত)