কাশ ফুল (মিরর সিনকেইন)
(কবিতাটি শ্রদ্ধাভাজন কবি রহমান মুজিব কে উৎসর্গ করা হলো)

কাশ ফুল
খালের পাড়ে পাড়ে দোলে,
মুগ্ধ চোখে দেখি
শাদা শাদা;
শুচি!
দিন দিন
শ্বাসে-শ্বাসে বুক ভরা কালি;
কাশ ফুল ছু্ঁয়ে দিলে
সাফা হোতো
অন্তর!