দীর্ঘ একটা ঘুমের ভেতর আমি
ডুবে গিয়েছিলাম আজ বিকেলে
গভীর ঘুম, যেন অনেক কাল
পরে একটা গভীর ঘুম!
ঘুমের আগে মালিনী এসে
অনেক অভিমানের কথা
লিখে গেছে পৃথিবীর দেয়ালে দেয়ালে
ক্যালিওগ্রাফিক হরফে
শিকি-আধা বুঝেছি তাহার
বাকী সব পড়ে গেছে ঢাকা
গোধূলি ছাইয়ে!
আহা! কী ব্যথা তাহার এতো
বুঝেনি কেহ, বুঝেনি কেহ!
তবু-তো তরুণ এক দরদী মাল্লা
জলজ গান শুনিয়েছে তারে!
মরু সম প্রাণ পেয়েছে বাঁচার স্বাদ;
নিরেট পাথর চাপা জলের আধার
পেয়েছে খুঁজে বহিবার ধারা নির্ঝর!
দোয়েলের শিশে শিশে
ঘাস ফড়িঙের হৃদয় ভেসে গেছে
গাঙুরের জলে!
ঈশানে জমাট বাঁধা
কাল মেঘ কেটে গেছে;
অভিমানী বিষণ্ণ চাঁদ হেসেছে
আঁধার মুছে পশ্চিম ভালে
আবার নতুন কোনোও আশ্বাসে...