কোনো পদ্য চর্চা নয়
পোড়া মাটির ফলকে অতসী ফুটানোর ব্যর্থ চেষ্টা
হরিণ হরিণী নিরুদ্দেশে জেটবিমান
বিড়ালীটা কাঁদে মিউমিউ
সিদ্ধ আলু ডাল ভাতে আর ক'টা দিন
চারদেয়ালের মাঝে জানুতে থুথনি রেখে
বসে থাকা রাঙা সূর্যের আশায়
আহা কতোটা নির্বোধ আদম সন্তান
বড় উদ্ভট সময়