পৃথিবীর কোনো রূপ রস আমাকে এখন আর প্রভাভিত করেনা
এমনকি আষাঢ়ী কাঁঠালের ঘ্রাণ;
রোজ বেলিফুলের গাছটার গোড়ায় পানি দেই
ওর সাদা রঙ, ঘ্রাণ কোনোটাই আকৃষ্ট করেনা
মেঘলা আকাশ থেকে যখন ঝুপঝুপ করে বৃষ্টি ঝরে
আর বিজুরী যখন কড়কড় করে চিৎকার দিয়ে ওঠে
তখন আমার বুকের ভেতর কাঁচ ভাঙ্গা ঝনঝন শুনি
ভেসে ওঠে চোখে বন্যাবিধ্বস্ত মানুষের মুখ
‘অথর্ব!’ আমার কিচ্ছু করার নাই
চিত হয়ে খুঁজি শব্দের ভাড়ার…