তুমি জন্মান্ধ বা বর্ণান্ধ একটা কিছুতো বটে
নিজেকে খুউব তেজী ঘোড়া ভাবলেও
আসলে ভারবাহী গাধার চেয়েও
একটু বেশিই অধম!
তুমি কী জানো দৌড়ের ঘোড়া
পা ভেঙ্গে মুখ থুবড়ে পড়ে, এটা একটা বিস্ময়!
আকাশ ছোঁয়ার স্বপ্ন থাকা ঠিক নয়
খাদে পড়ার ভয় থাকে অনেক
অপ্রিয় সত্যকে মেনে নিতে হয়
আগুনের মতন জ্বলতে শিখো
তবে দহনের সূচক মাপতে যেও না
মাঝে মাঝে নরকের কথা ভাবতে হয়
ভাবা ভালো
চাঁদের অপর পৃষ্ঠ দেখেছো কখনো
সেখানে অনন্ত গাঢ় অন্ধকার
চাঁদের একটা সমতল পিঠ
অবিরাম আলো দেয়
জোছনায় ভিজে সুখ সুখ অনুভূত হয়
তবে ব্যাপ্তি খুব অল্প
সারাটা জীবন জন্মান্ধ বা বর্ণান্ধ থাকা
ঠিক নয়, নোনা জলে চোখ ধুয়ে নাও
বাস্তবতা একটু বেশি কঠিন...