জন্ম নিয়ে কষ্ট দিতে আর কষ্ট পেতে কে চায়?
জন্ম নিতে চাই না প্রভু তোমার বৈচিত্রময় পৃথিবীতে!
“মানুষকে পোড়া মাটির মত শুকনো মাটি থেকে সৃষ্টি করেছি"
‘পৃথিবীতে পাঠাবই পাঠাব তোমাকে এটা যে আমার বিধান!
মেরুদণ্ড থেকে পা পর্যন্ত অর্ধ শক্ত জেলির মতন হাড় দিয়ে
সৃষ্টি করা হবে তোমাকে ; পায় ভর দিয়ে দাঁড়াতে পারবে না ,
লতার মতন দোদুল্যমান শরীর বেশ নাদুসনুদুস ঢলে পড়বে এদিক সেদিক
শক্ত হয়ে বসতে পারবেনা তবে হাত আর চোয়াল শক্ত করে দেয়া হবে
মুখ এবং উদর জারক রসে পূর্ণ থাকবে; দরিদ্র পিতা-মাতার
সংসারে জনবহুল নগরীর কোনো এক বস্তিতে তোমার জন্ম।
দুটো টাকা উপার্জনের জন্য তোমার মা কোলে নিয়ে বসে থাকবে
মসজিদের গলির পাশে আর লোক চলাচলের রাস্তায়
হাতে ধরা থাকবে একটা দশ টাকা দামের প্লাস্টিকের বাটি
দরদী মানুষ দুই টাকা পাঁচ টাকা দশ টাকা ফেলে ঐ বাটিতে
হেঁটে যাবে, হয়তো বা কেহ একটা শুকনো রুটি কেহবা আধখাওয়া
বিরয়ানীর ঠোঙ্গা রেখে যাবে নাগালের ভেতর।
মায়ের চোখের তপ্ত জলে ভেজা শরীর তোমার
মুছে দিবে রোদ্দোর আর বৃষ্টি;
খুব বেশী কষ্ট দেয়া হবে না, রিরংসায় আক্রান্ত হওয়ার পূর্বে
জমিনের উপর থেকে নেয়া হবে নীচে। আল্লাহ অসীম দয়ালু’!!!
এডমিন-৩ এর নির্দেশক্রমে "সহমর্মিতার সংবেদন"