(সুপ্রিয় কবি রহমান মুজিবের হাইকু নিয়ে আলোচনায় অনুপ্রাণিত হয়ে এই ক্ষুদ্র প্রয়াস এবং তাকেই নিবেদন করা হল। কবির কাছে ভুল শুদ্ধিকরণের আবেদন থাকল।)
১।
হুরী চাই না;
চাউল ডাল দাও
জঠর ঠাণ্ডা।
২।
ছনের কুটীর নাই
হীরেঘরে টুনটুনি
দিবসে স্বপন!
৩।
নয়া বৃষ্টিতে
কৈ মাছ ডাঙ্গাবেয়ে
গরম তেলে।