কতেক জ্ঞানপাপীরা বলা বলি করে-
'৭১ এর যুদ্ধাপরাধের বিচারে যাদের
ফাঁসি দেয়া হয়েছে, তাদেরকে নাকি
রাষ্ট্রীয় ভাবে হত্যা করা হয়েছে।'
তাদের কাছে প্রশ্ন থাকল-
তোমাদের কোন কিতাবে বলা হয়েছে
নিরীহ ঘুমন্ত মানুষকে ঘর থেকে
তুলে নিয়ে নৃশংস ভাবে হত্যা করো?
১৯৭১ সালে ১৪ ডিসেম্বর
রাতের আঁধারে যেইসব বুদ্ধিজীবীদেরকে
স্ত্রী-সন্তানদের বুক থেকে কেড়ে নিয়ে
পিশাচের মতন হত্যা করেছ;
ইসলাম ধর্মের পবিত্র কিতাব আল-কোরআন
এর কোন কোন আয়াতে এমন নির্দেশনা আছে;
রাসুল(সঃ) এর যুদ্ধ নীতির কোন ধারায়
বলা হয়েছে এমন নৃশংস হত্যাযজ্ঞের কথা?
৭১এর যুদ্ধাপরাধীর বিচারে সাজা প্রাপ্ত
মৌলানা সাইদী সাহেবের মুখ দেখা গেছে
আকাশের চন্দ্রপৃষ্টে- আল্লাহর ঘর মসজিদের মাইকে
এমন গুজব ছড়িয়ে লাঠিছোটা দিয়ে রাস্তায়
যানবাহন ভাঙ্গচূর, সাধারণ মানুষ পেটানো
এটা অনেক বড় গর্হিত সন্ত্রাস নয় কি?
জেনে রাখ ভালো করে হে জ্ঞানপাপীরা,-
ইসলাম ধর্ম জিহাদের অনুমোদন দিয়েছে সন্ত্রাসের নয়!
ভুলে যেও না তোমরা অতীতে যা করেছো
এবং বর্তমানে যা করছো
এটা ঘৃণ্য জঘন্য অপরাধ;
কোনো জিহাদ নয়, নিরেট সন্ত্রাস!!