খৈফুলের তারাদের ভিড়ে
অনেকটা পথ হেঁটে হেঁটে
অনুমেয় সময়ের কাছে কিছু প্রশ্ন রেখে
ফিরেছি তোমার রহস্যময়ী চোখের কাছে
হাজার বছরের পুরানো সভ্যতার নগরী
যেই খানে ডুবে আছে!
তোমার মাঝে, তোমার ধারালো জিহ্বার
নিচে লুকানো নরম কথারা কেবল
বলে দিতে পারে-
কোন বীর্যবান রেখে গেছে এই সব অমিত ঐশ্বর্য!
যে আকাশ সীমা অনন্তের পথে
তাহারে কে-বা বাঁধিতে পারে!
অধিবিদ্যা নহে আমাদের করতলে
জেনেও তবু মাটি খুঁড়েই যাই!
তুমি কি জানো বা বুঝতে পারো-
এটা কি কোনোও জিগীষা না কি জিঘাংসা?