অদ্ভুত এক রেলগাড়িতে বসেছি চেপে
যার কোনও গন্তব্য নেই
কোথাও থামার প্রয়োজন নেই
শুধু অন্তহীন চলা।
পুরুষ কিম্বা নারী
কোনো সহযাত্রী নাই,
নিরাপদ চশমা চোখে পরে
জানালায় মুখ রেখে
দেখছি শুধু ধাবমান সবুজ মাঠ ঘাট
গাছ-পালা, ঘর-বাড়ি, নদী-নালা, বিল-ঝিল।
দুরন্ত বেগে ছুটে চলছে রেলগাড়ি
কখনো সমতল ভূমি, চড়াই উৎরাই;
পাহাড় কিম্বা জলের নীচে আলো আঁধার সুরঙ্গ,
কখনো মরু, কখনো তুষার আবৃত্ত
সারাটা পৃথিবী জোড়া রেলপথ।
ছুটছে রেলগাড়ি, ছুটছি আমি
সব কিছু পেছনে ফেলে
নেই কোথাও কোনও কোলাহল;
শুধু অফুরন্ত পাথর সময়...
শুনছি শুধুই ঝমঝমাঝম...