কি চাই হে?
'সরল অনুভূতির পাণ্ডুলিপি'
দু:খিত!
ওই সব ছিঁড়েফেরে মণ্ড বানিয়ে দিয়েছি
ঢেলে ঘিনঘিনে নর্দমায়।
'ভাঙ্গারির কাছে দিলে  তবু তো দু'টাকা পেতে'
হ্যা তা বটে
তবে ঝাল মুড়ির ঠোঙ্গা হোক সেটা কে চায় বলো!