স্বপ্নের দাবার ঘরে চাল চালি
হাতি মারি ঘোড়া মারি সেনা মারি
মন্ত্রী-রাজা মেরে টুপ করে সিংহাসনে বসে পরি;
ইসসস কী যে সুখ...
রোদ্দুরের খরতাপে কপালে ছ্যাকা লাগলে
চোখ মেলে দেখি- পড়ে আছি খাটিয়ায়...
মাথা ঝিমঝিম করে, হাঁক ছাড়ি- 'বউউ, হুঁক্কায়
এক ছিলিম তামাক ভরে দে'...!
হুঁক্কা গুড়গুড়ায়, খুকখুক করে কাশি;
ইসসস কী যে সুখ...